+88-015-52-488117

About Us


সিবিও নামক প্রতিষ্ঠানের নামকরণ করা হয় 1996 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কয়েকজন বন্ধুদের নিয়ে সমবায় ভিত্তিক সংগঠন প্রতিষ্ঠান এর কালে। সময়ের পরিক্রমায় 2001 সালে সিবিও নামের সাথে পাবলিকেশন্স নাম যোগ করে গড়ে তোলা হয় সিবিও পাবলিকেশন্স। সমবায়ের সাথে যে সিবিও ছিল তার বিস্তারিত ছিল ক্লাসিক বিজনেস অর্গানাইজেশন কিন্তু পাবলিকেশন্সে সাথে যে সিবিও যুক্ত করা হয়েছে তার বিস্তারিত হলো ক্যাম্পাস বেইজড অর্গানাইজেশন। মূলতঃ উভয় সিবিও-ই ক্যাম্পাস ভিত্তিক স্টেকহোল্ডারদের নিয়ে কার্যক্রম পরিচালনা করছে। সিবিও পাবলিকেশন্স উচ্চ মাধ্যমিক হতে মাস্টার্স  পর্যন্ত বিভিন্ন বিষয় ও বর্ষে র একাডেমিক ও রেফারেন্স বই প্রকাশ ও বিক্রয় করে থাকে।